মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার

‘বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে।’বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘দেশে ১২ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩২ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। যা এসডিজির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বুধবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় লাইফ এইড হসপিটাল শুভ উদ্বোধন ও তারাবো পৌরসভার হতদ‌রিদ্র মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রমের হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছেন যার সুফল প্রত্যন্ত গ্রামের মানুষ উপভোগ করছে। আগে স্বাস্থ্যসেবা নিতে দূরবর্তী হাসপাতালে যেতে হতো। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে নারী ও শিশুদের সেবাগ্রহণ সহজ হয়েছে। ফলে দেশে স্বাস্থ্যখাতে এসেছে আমূল পরিবর্তন, কমেছে মাতৃ ও শিশু মৃত্যুহার।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর