রাতে ভোট হওয়ার সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে সকালে ব্যলট যাবে তাই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

আজ (বুধবার) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদানের পুর্ব মুহুর্তে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অন্তব্য করেন।

সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, ইতোপূর্বে নির্বাচনে অনেক স্থানে রাতেই ভোট কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পাবনা-৪ আসনের উপনির্বাচনেও এমনটি হবে কিনা?

এই প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর