করোনায় আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী

এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী। তিনি বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে করোনায় পজিটিভ হওয়া একমাত্র খেলোয়াড়।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিবি’র প্রধান চিকিৎসক (স্পোর্টস ফিজিশিয়ান) ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন- “পেস বোলার আবু জায়েদ রাহী কভিড-১৯ পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে এবং পরবর্তীতে টেস্ট করানো হবে।”

রাহীকে আইসোলেশনে রাখা হয়েছে। আর রাহীর সঙ্গে থাকায় আলাদা রাখা হয়েছে আরেক পেসার এবাদত হোসেনকেও।

এর আগে, ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শুরুর পর ওপেনার সাইফ হাসানের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। যদিও টানা দুই রিপোর্ট নেগেটিভ আসায় বর্তমানে করোনা মুক্ত তিনি। সাইফের করোনা মুক্তির খবর আসার পরদিনই রাহী রিপোর্ট পজিটিভ আসলো।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর