ভারতে করোনায় মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসের তাণ্ডবে বিশেহারা ভারত। দেশটিতে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৯০ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

ভারতে এখন পর্যন্ত মোট ৫৬ লাখ ৪০ হাজার ৪৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন। সুস্থ ৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৮ হাজার ১৬৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৪৯ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর