টেকনাফ সীমান্তে মালিক বিহীন সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৩ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে ২ বিজিবি। এসময় পাচার কজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) রাত ৮টা নাগাদ উপজেলার হ্লীলা ইউনিয়নের ছুরিখাল এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে হ্লেদা বিওপির জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন অনুপ্রবেশকারী হস্তচালিত একটি নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় অনুপ্রবেশকারীরা বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের আড়াল হয়ে নৌকা যোগে শুন্য রেখা অতিক্রম করলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে কেওড়া বাগান তল্লাশী করে ৪টি বস্তা উদ্ধার করে বস্তার অভ্যান্তরে থাকা সাড়ে ৩ লাখ ইয়াবা বড়িসহ জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর