সেন্টমার্টিনে আটকে আছে শতাধিক পর্যটক

লঘুচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন ফুটের উপর বেশি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারে ৩ নাম্বার সতর্কতা সংকেত জারী থাকায় সকল মাছ ধরার ট্রলারসহ সকল ধরণের নৌ চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দেসের সর্বদক্ষিণের সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক।

গত রোববার (২০ সেপ্টেম্বর) বেড়াতে গিয়ে তারা সেখানে আটকে পড়েন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় দ্বীপে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। আটকা পড়া পর্যটকদের খোঁজখবর রাখতে স্থানীয় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও ইউনিয়ন পরিষদের সদস্যদের বলা হয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর