কিস্তির টাকা না দিতে পেরে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে এনজিওর ঋণের কিস্তি না দিতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুপনা শর্মা (৩৮) নামের এক গৃহবধূ। সোমবার রাতে উপজেলার উত্তর মেখল মোজ্জাফফরপুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ (মঙ্গলবার) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুপনা শর্মা একই এলাকার রশিক ডাক্তার বাড়ির বাসিন্দা নাপিত অরুণ কুমার শর্মার স্ত্রী।

জানা যায়, করোনাকালে স্বামীর উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত ঋণের কিস্তি দিতে পারছিলেন না রুপন শর্মা। এই ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশাগ্রস্থ হয়ে সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের মেয়ে জবা শর্মা জানান, রাতে তারা একসঙ্গে খাবার খেয়ে ছোট ভাইকে নিয়ে অন্য রুমে ঘুমিয়েছিলেন। প্রতিদিনের মতো বাবার সঙ্গে ঘুমিয়েছিলেন জবা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার দাবি অতিরিক্ত ঋণের টাকা শোধ করতে না পারায় মা গলায় ফাঁস দিয়েছেন।

গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর