৯০ কেজি কেক কেটে এরশাদের জন্মদিন উদযাপন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন আজ বুধবার। সাবেক এই রাষ্ট্রপতি ১৯৩০ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন।

দলীয় চেয়ারম্যানের ৯০ তম জন্মদিনটিতে ৯০ কেজি কেক কেটে উদযাপন করলেন নেতাকর্মীরা। বুধবার (২০ মার্চ) সকালে বনানীতে জাতীয় পার্টির অফিসে নেতাকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে কেক কাটেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

মি. বেকার বনানীর শাখায় এই কেকের অর্ডার দেওয়া হয়েছিল। কেক কিনতে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা। কেকের ওপর এরশাদের শুভ জন্মদিন না লিখে শুধু জন্মদিন লেখা হয়েছে।

জাপা চেয়ারম্যানের ৯০তম জন্মদিন উপলক্ষে দলটির পক্ষ থেকে কেক কাটা, আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে এরশাদ ছাড়াও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর