পঞ্চগড়ে বাঁশঝাড় থেকে কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাঁশঝাড় থেকে উজ্জল চন্দ্র বর্মন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ বাজার সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। উজ্জ্বল ওই ইউনিয়নের বংশীধর গ্রামের হরিপদ চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, উজ্জ্বল তার মা জবা রাণীর কাছে ১০ হাজার টাকা নিয়ে গত ১৩ই সেপ্টেম্বর বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে চলে যায়। গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে উজ্জ্বল ঢাকা থেকে বাসার উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে ঠাকুরগাঁওয়ে নেমে পড়ে। পরে উজ্জ্বল সোমবার রাতে ঠাকুরগাঁও থেকে বাসার উদ্দ্যেশে ফিরলে বাসায় না গিয়ে তার বাড়ির নিকটস্থ মীরগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে থাকে।

এদিকে স্থানীয়রা গতকাল সোমবার রাতে উজ্জ্বলকে মীরগঞ্জ বাজারে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখেছে। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মীরগঞ্জ বাজার সংলগ্ন একটি বাঁশ ঝাঁড়ে স্থানীয়রা উজ্জ্বলের লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানিয়ে বোদা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, মঙ্গলবার সকালে মীরগঞ্জ বাজার সংলগ্ন একটি বাঁশঝাঁড়ে উজ্জ্বল নামে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা দ্রুতই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিক মৃত্যুর কোন কারণ জানা যায়নি। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর