মাগুরায় সুপ্রভাত বাংলাদেশ’র ৫ হাজার তালবীজ রোপন কর্মসূচী উদ্বোধন

মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহন করেছে শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ মাগুরা।

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন প্রাঙ্গনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু ও সাধারণ সম্পাদক খান শফি উল্লাহসহ অন্যরা। সুপ্রভাত বাংলাদেশ বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বিভিন্ন সড়কের দুপাশে ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপনের কর্মসূচী গ্রহন করেছে। সংগঠনটি প্রতিদিন নিয়মিত ব্যায়ামের পাশাপাশি মাগুরায় বিভিন্ন সামাজিক কর্মকার্ন্ড চালিয়ে আসছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর