ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার শনাক্ত হয়। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে।

করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগে থেকেই দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১ হাজার ৫৩ জন। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৩৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

ভারতে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখে পৌঁছায় গত ৭ আগস্ট, ৩০ লাখে পৌঁছায় ২৩ আগস্ট; আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছিল ৫ সেপ্টেম্বর, এর এগারোদিনের মাথায় আক্রান্ত অর্ধকোটি ছাড়ায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর