অভিবাসন খাতে ১৩ সাংবাদিক পুরস্কৃত

অভিবাসন খাতে প্রতিবেদনের জন্য ১৩ সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অভিবাসন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় ব্র্যাক এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন।

সাতটি ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ফিচার, অনলাইনের জন্য ১৩ জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অভিবাসন খাতে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহযোগিতা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডুয়্যর্ট বোস,আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগাওরি, ব্র্যাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আসিফ সালেহ, মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল ইসলাম হাসান প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন সংবাদপত্র ক্যাটাগরিতে দ্য নিউ এজের মুহাম্মদ ওয়াসিম উদ্দিম ভূঁইয়া, ডেইলি স্টারের পরিমল পালমা এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা ও সিলেট ভিত্তিক দৈনিক জালালাবাদের মো. শাফী চৌধুরী। টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির মেজবাহুল ইসলাম, বাংলাভিশনের মিরাজ হোসেন গাজী, চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ আমিন। রেডিও ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনলাইন ক্যাটাগরির পুরস্কারজয়ীরা হলে প্রিয় ডটকম’র মো. ইমরুল কায়েস, বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম’র আবদুল্লহ আল হোসাইন এবং বাংলাট্রিবিউন’র সাদ্দিফ সোহরাব। ব্লগ বা মতামত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন এটিএন বাংলার পরিচালক (বিতর্ক) হাসান আহমেদ চৌধুরী কিরণ। টেলিভিশন (অনুষ্ঠান) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ প্রোগ্রামের বনি আমীন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর