আজ ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস

অন্যান্য দেশের মতো আজ মঙ্গলবার বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। তবে করোনার কারণে এ বছর দিবসটি ভিন্নভাবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে।

গতকাল সোমবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ‘হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি’—এই স্লোগান সামনে রেখে ৬০টি সরকারি ও বেসরকারি সংস্থা দিবসটি উদ্‌যাপন করবে।

আজ মঙ্গলবার সকালে অনলাইনে এ বিষয়ে আলোচনাসভা করা হবে।

বার্তাবাজা/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর