গুলি করে হত্যার ১৫ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাদশা নামে এক যুবকের লাশ ১৫ দিন পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবির কাছে লাশটি হস্তান্তর করা হয়।

পরে পুলিশের মাধ্যমে বাদশার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন গরু আনতে ভারতে গেলে গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। এদিকে বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় এবং পরবর্তীতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর