স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন আরও ৩৭ জন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটিতে ২৭ জনকে উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনীত উপদেষ্টাদের সহ-সভাপতির পদমর্যাদা দেয়া হয়েছে। এছাড়াও কমিটিতে একজনকে সদস্য ও ৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ১৪৯ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

মনোনীত ২৭ জন উপদেষ্টা হলেন, তাহের পাটোয়ারী, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, শহিদুজ্জামান, এ্যাডভোকেট জহির রায়হান জসিম, কাজী রহমান মানিক, পারভেজ আল বাকী, মো: নাজমুল হাসান, কামরুজ্জামান বিপ্লব, রফিকুল ইসলাম মাসুম, কাজল আহমেদ জালালী, নজরুল ইসলাম জুয়েল, হাসান মাহমুদ মজুমদার, ড. মিজানুর রহমান মাসুম, রাসেদুল আলম তালুকদার, ইমাম উদ্দিন বাবুল, মোহাম্মদ জাকির হোসেন, মাজহারুল হক সোহাগ, আসকির আলী, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, মো: মিজানুর রহমান, এম এ রাজ্জাক সুমন, তোফাজ্জল হোসেন মানিক, এ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, ঈসা খাঁ, রোকনুজ্জামান জুয়েল, মনির আলম চৌধুরী ও মো: জহিরুল ইসলাম।

কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বীথিকা বিনতে হোসাইন।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত ৯ জনের মধ্যে ২ জনকে সহ সভাপতি পদমার্যাদা দেয়া হয়েছে। তারা হলেন, এস এম জিলানী ও ফকরুল ইসলাম রবিন। যুগ্ম সম্পাদক পদমর্যাদায় নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম, গাজী রেজোয়ানুল হোসেন মিরাজ ও হাজী হারুনুর রশিদ।

এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদমর্যাদায় নির্বাহী সদস্য হিসেবে মনোনীতরা হলেন, সাইদুল ইসলাম, সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, আব্দুল কাদের ঝিলন ও আজিজুর রহমান মুসাব্বির।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর