করোনার ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হতে পারে যুক্তরাজ্য

নতুন করে করোনা সংক্রমনের ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাজ্য। মরণঘাতী এ ভাইরাস প্রতিরোধে নতুন করে কোনও ব্যবস্থা নেয়া না হলে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স। তিনি বলেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে করোনার ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হতে পারে যুক্তরাজ্য।

তিনি আরও বলেন, আগামী নভেম্বরে যুক্তরাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ জনে পৌছাতে পারে।ইংল্যান্ডে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হবে কিনা সেবিষয়ে বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মাঝেই দেশটির সরকারি প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা করোনার সম্ভাব্য নতুন প্রাদুর্ভাবের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

রোববারও যুক্তরাজ্যে করোনায় আরও ৩ হাজার ৮৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮ জন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর