ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ৮৬ হাজার, বাড়ছে সুস্থতার হার

ভারতে কয়েকদিন ধরে কমছে করোনার সংক্রমণ। বাড়ছে সুস্থতার হার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৬ হাজার ৯৬১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে এক হাজার ১৩০ জনের।

তবে, দেশটিতে একদিনেই সুস্থ হয়েছে ৯৩ হাজার ৩৫৬ জন। টানা তিনদিন ধরেই দেশটিতে দৈনিক সুস্থতার হার বাড়তে দেখা গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভরতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০। অপরদিকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ হাজার ৮৮২ জন।

দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৩ লাখ ৯৬ হাজার ৩৯৯ জন। দেশটিতে সুস্থতার হার ৮০ দশমিক ১১ শতাংশ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন জানিয়েছেন, বর্তমানে চারটিরও বেশি করোনভাইরাসের ভ্যাকসিন উন্নয়ন কাজ এগিয়ে আছে।

ভারতে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখের বেশি। অপরদিকে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৭১ জনের। মহারাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে আছে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং কর্নাটক।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর