‘জিয়াউর রহমান’ মুক্তিযুদ্ধকে বানচাল করতে ছেয়েছিল

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার সম্ভব হয়েছে, বুধবার (২২ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান বাংলাদেশ’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিন্তু পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘কেন সেসময় অ্যাম্বেসি সারারাত খোলা ছিল, কাদের সাহায্যে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে গিয়েছিল এসব প্রশ্নের জবাব দিতে হবে জড়িতদের। তাছাড়া মুক্তিযুদ্ধে কাদের প্রকৃত ভূমিকা কী ছিলো সেটা তদন্ত করতে প্রয়োজনে ‘ফাইন্ডিং কমিটি’ গঠন করা হবে। মুক্তিযুদ্ধকে বানচাল করতে জিয়াউর রহমান, খন্দকার মোশতাকের মতো আরও অনেকে যুদ্ধের নামে পাকিস্তানের গোয়েন্দা হিসেবে কাজ করেছিল, এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খুনের পরিকল্পনা জিয়া ও তার গং একদিনে করেনি, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সাক্ষাৎকারে বলেছিল, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে নাকি শিশুপার্ক করে ফেলবে। এর কারণ হচ্ছে পাকিস্তানি আর্মি এখানেই আত্মসমর্পণ করেছিল, বঙ্গবন্ধু এখান থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর