হঠাৎ বেড়েছে চালের দাম

দেশে হঠাৎ বেড়েছে চালের দাম। রাজধানীর বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মোটা চাল। যার ফলে বেড়েছে চিকন চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেখা গেছে মানভেদে প্রতি কেজি চাউলে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, এখন মৌসুমের শেষ দিক। যার ফলে চালের সরবরাহ কম। আর এজন্যই দাম বেড়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, যা আগে ছিল ৫৬ থেকে ৫৮ টাকা। নাজিরশাইল চালের দামও কেজিতে ২ টাকা বেড়ে ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, ৪৪ থেকে ৪৬ টাকা কেজি বিক্রি হওয়া মাঝারি মানের চালের দাম বেড়ে ৪৮ থেকে ৫০ টাকা হয়েছে।

আড়তে চিকন চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। কিন্তু এ চাউলের আগের দামি ছিলো ৪৫ থেকে ৪৮ টাকা। আর মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর