‘কাবা শরিফের আদলে নির্মাণ হতে পারে অযোধ্যার মসজিদ’

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা মামলায় ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী সেখানে মসজিদ নির্মানের কথা রয়েছে। তবে বাস্তবায়িত হতে যাওয়া মসজিদটি প্রচলিত আঙ্গিকে নয়। মসজিদটি ভিন্ন আদলে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) সাধারণ সম্পাদক ও মুখপাত্র আতহার হুসেইন।

আতহার হুসেইন বলেন, মসজিদের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নির্মাণ হবে এটি। সেক্ষেত্রে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের আদলে এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আজ (রোববার) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আতহার জানান, কোনও সম্রাট বা বাদশাহের নামে নতুন মসজিদটি নামকরণ করা হবে না।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর