৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৭

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ৫ লাখ পিস ইয়াবার চালান আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই ঘটনায় আটক করা হয়েছে এক রোহিঙ্গাসহ ৬ বাংলাদেশি নাগরিককে।

আজ (রোববার) দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে কোস্ট গার্ড সদস্যের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার আসতে দেখে থামানোর সংকেট দেয়। ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ সাতজন পাচারকারীকে আটক করে। এরপর ট্রলারে তল্লাশি করে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এ রকম অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের মধ্যে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক বাসিন্দা এবং বাকি ছয়জনের বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর