অজ্ঞানপার্টির খপ্পরে পরে স্কুল শিক্ষকের মৃত্যু, লক্ষাধিক টাকাও গায়েব

যশোরের কেশবপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে রাশিদুল ইসলাম (৪৮) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। দুষ্কৃতিকারীরা তার সাথে থাকা নগদ ১ লাখ ১৫ হাজার টাকাও নিয়ে যায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেশবপুর থেকে মনিরামপুর গরু কিনতে যাওয়ার পথে বাসে এই ঘটনা ঘটে। আজ (রোববার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাশিদুল ইসলাম কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের খোরশেদ আলী মোল্লার ছেলে। তিনি পাঁজিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, রাশিদুল ইসলাম গতকাল শনিবার বিকেলে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কেশবপুর থেকে মনিরামপুর যাওয়ার জন্য তিনি বাসে উঠেছিলেন। মনিরামপুরে বাস পৌঁছানোর পর যাত্রীরা অজ্ঞান অবস্থায় তাঁকে দেখতে পান।

পরে তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। , গরু কেনার জন্য ওই শিক্ষকের কাছে ১ লাখ ১৫ হাজার টাকার মতো ছিল। ওই টাকা নিয়ে তাঁকে অজ্ঞান করা হয় বলে পুলিশের ধারণা।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, শিক্ষকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোরে মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে। অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর