পাঞ্জাবকে ১৫৮ রানের টার্গেট দিল দিল্লি

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মাত্র ১৫৭ রানে আটকে যায় লোকেশ রাহুলের দল। জিততে হলে প্রীতি জিনতার দলকে করতে হবে ১৫৮ রান।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে পাঞ্জাবের পেসার মোহাম্মদ শামির আগুন ঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিলো না দিল্লি। পৃথ্বি শ ৫ রানে আউট হন। তার আগেই রানআউটের শিকার হন শিখর ধাওয়ান। রানের থাতা খুলতে পারেননি এই বাঁ হাতি ব্যাটসম্যান।

মূলত মার্কাস স্টোইনিজের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত একটা সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয় দিল্লি। ২১ বলে ৫৩ রান করে রান আউট হন স্টোইনিজ। অক্ষর প্যাটেল করেন ৬ রান। অশ্বিন করেন ৪ রান। রাবাদা কোনো বলও খেলেননি, রানও করেননি। অ্যানরিখ নর্তজে করেন ১ বলে তিন রান।

পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া শেলডন কটরেল নেন ২ উইকেট এবং রবি বিষনই নেন ১ উইকেট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর