১৩ হাজার শিক্ষার্থীর অ্যাডভোকেটশীপের পরীক্ষা স্থগিত করেছে বার কাউন্সিল

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা। তবে আজ (রোববার) এই পরীক্ষা স্থগিতের আদেশ জারি করেছে বার কাউন্সিল। এই তথ্য নিশ্চিত করেছেন বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল।

জানা যায়, করোনাকালে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পরীক্ষা নেওয়ার জন্য হল পাওয়ায় এই পরীক্ষা স্থগিত করেছে গঠিত এনরোলমেন্ট কমিটি। তবে খুব দ্রুতই আলোচনা সাপেক্ষে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থী সহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর