গত ২৪ ঘন্টায় ১৪ জেলায় করোনায় কোনো মৃত্যু নেই

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যুবরণ করেছেন আরও ২৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৬ জন। তবে আশার কথা হলো, এই সময়ে দেশের ৩ বিভাগের ১৪টি জেলায় নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

করোনায় মৃত্যুহীন বিভাগ তিনটি হল, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ। এই বিভাগের জেলা গুলো হল- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী।

গত একদিনে ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৫৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে দাঁড়াল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর