শীতের আমেজ শুরু হয়ে গেছে উত্তরাঞ্চলে

প্রকৃতির খেয়ালে শরতেই রংপুর অঞ্চলে শুরু হয়ে গিয়েছে শীত ও বর্ষার আমেজ। রোববার ভোর থেকেই দেখা যায় শিশিরবিন্দু ও কুয়াশা। গত কয়েকদিন পর্যবেক্ষণ করে প্রকৃতির এমনটাই রুপ দেখা গেছে।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন শরতকাল। আকাশে সাদা মেঘ ও মাঠে মাঠে সবুজ ফসলের সমারোহ দেখা যাওয়ার কথা থাকলেও এবার দেখা গিয়েছে কিছুটা ব্যতিক্রম দৃশ্য। কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা, ধরলাসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে পুনরায় বন্যা ভীতি দেখা দিয়েছে। শরতকালে এমনটা হওয়ার কথা না থাকলেও এমনটাই হচ্ছে।

এদিকে, গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত অনেকস্থানে কুয়াশা পড়তে দেখা গেছে। এধরণের কুয়াশা সবজি চাষীদের কপালে এনে দিয়েছে চিন্তারেখার ছাপ। কুয়াশার শিশির বিন্দুর মাঝে শীতের আমেজ এনে দিচ্ছে অনেক মাঝে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর