আজও বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল

নাব্য সঙ্কটে গত ৩ সেপ্টেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত ১৬ দিনে ৩ দফায় ১২ দিনই বন্ধ ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। এই বন্ধ আর চালুর ঘোষণায় ঘাট ব্যবহারকারীরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। গাদাগাদি করেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোট ও ট্রলারেও অনেকের পদ্মা পাড়ি দিতে হচ্ছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে চ্যানেল বিপর্যয়ের মধ্যে শুক্রবার বিকেল থেকে পদ্মা সেতু চ্যানেলে সীমিত আকারে আবার ফেরি সচল হলেও বিড়ম্বনা কাটেনি।

বিআইডব্লিউটিসি এজিএম মো. সফিকুল ইসলাম বলেন, ভেকু দিয়ে যে সমস্ত জায়গায় পানি কম, সেগুলো ওনারা কেটে দিচ্ছে, বালু সরিয়ে দিচ্ছে। তারপরও সচল রাখার জন্য ৪টি ফেরি চালু রাখা হয়েছে।

এই রুটে প্রতিদিন ৪ হাজারেরও বেশি যান পার হতো। এখন সচল ৪ ফেরির ২০০ যান পারাপারের সক্ষমতা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর