নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার সাধুয়া-নিগুয়ারি খালের পাশে এ ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন (৫৫) উপজেলার বেলদিয়া গ্রামের শেখ মজরত আলীর ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো আজিম উদ্দিন এলাকার সাধুয়া মসজিদে এশার নামাজে ইমামতি করে বাড়ির দিকে রওনা হন। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়’।

তার শরীরে পাঁচ-ছয়টি কোপের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেননি।

ওসি আরও বলেন, ‘২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিম উদ্দিন। পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর