৪রাজ্যে ভোটগ্রহণের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম কর্মযজ্ঞ শুরু

মার্কিন প্রেসিডেন্ট নিরবাচনের অংশ হিসাবে চারটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রথম দিনেই ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রথমদিন স্থানীয় সময় সকালেই ভার্জিনিয়া, সাউথ ডাকোটা, ওয়াইওমিং ও মিনেসোটায় পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানান ভোটাররা।

নিজেকে আবারও পুনর্নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশকে আবারও আগের জায়গায় প্রতিষ্ঠিত করতে যোগ্য প্রার্থীকে ভোট দানে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নভেম্বরের ৩ তারিখ যুক্তরাষ্ট্রের সব রাজ্যে একযোগে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার তারিখ থাকলেও আগাম ভোটের সুবিধা থাকায় ৪ রাজ্যের নিবন্ধিত ভোটাররা মোটামুটি ৬ সপ্তাহ আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর