‘মাথা ঠান্ডা’ হচ্ছে পেঁয়াজের, ৬০ টাকায় মিলছে প্রতি কেজি

ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর হুড়মুড়িয়ে বেড়ে যায় দেশের পেঁয়াজের বাজার। টানা ৫দিন পর শনিবার বিকালে হিলি স্থল বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে ট্রাকভর্তি পেঁয়াজ।

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে স্থানীয় খুচরা বাজারে কেজিতে ২০ টাকা কমেছে দাম। বর্তমানে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজের কেজি।

এ বিষয়ে হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, গত সোমবার কোনো কারণ ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। ফলে আগের টেন্ডার করা শত শত পেঁয়াজ বোঝাই ট্রাক দেশটির ভেতরে আটকা পড়ে।

তিনি জানান, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়েছে বলে মনে করছি আমরা। দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দরে আসা পেঁয়াজগুলো দ্রুত ছাড়ার ব্যবস্থা করছি। যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর