রায়গঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজার চত্বর এলাকায় ১০ শয্যা বিশিষ্টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সৃষ্টি হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক যেন বন্ধ না হয় সেজন্য কমিউনিটি ট্রাস্ট গঠন করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের যুগ্ন সচিব মো. সাইফুল্লাহিল আজম, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন,জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম,জেলা নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য) ফারুক আহম্মেদ, প্রকৌশলী আব্দুল হামিদ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক খন্দকার শরিফুল আলম শরিফ, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়,ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন প্রমুখ।

এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মগাছা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান টিটু। উল্লেখ্য, প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে প্রকৌশল স্বাস্থ্য অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর