সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হল মসজিদ

সিরাজগঞ্জের সিমলায় আজ (শনিবার) দুপুরে তীব্র নদী ভাঙন শুরু হয়। ভাঙনের তোড়ে নিমিষেই একটি পাকা মসজিদ বিলীন হয়ে যায় নদীগর্ভে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে।

মসজিদ ভাঙনের সময় সকলেই আল্লাহ আকবার ধ্বনি দিতে থাকেন। ভাঙনের দৃশ্যটি দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আর আকস্মিক ভাঙন শুরু হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে পাঁচঠাকুরীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। ভাঙনরোধে পাউবো লক্ষ টাকা ব্যয়ে যে জিওব্যাগ ফেলেছিল তা কোন কাজেই আসছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, গত ২৪ ও ২৫ জুলাই ভয়াবহ ভাঙনে সিমলাস্পার ভেঙে এলাকার ৩ শতাধিক বসতবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যায়। সবকিছু হারিয়ে এসব মানুষ ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করে। কিন্তু কোনো কিছুই যেন মানছেনা যমুনা নদী।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, সিমলাস্পার দেবে যাওয়ায় অত্র অঞ্চলে ভাঙ্গন শুরু হয়েছে। আমরা জরুরী ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করেছি। তারপরেও তীব্র ভাঙন ও গভীরতার কারনে ভাঙন ঠেকানো যাচ্ছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর