পঁচা পেঁয়াজ দেখে আমদানীকারকদের মাথায় হাত

পুর্ব ঘোষণা ছাড়াই বেশ কিছুদিন বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছিল ভারতে। আবার জরুরী ভিত্তিতে পেঁয়াজ দেয়ার ঘোষণা দিলেও আটকে থাকা পেঁয়াজের তিন ভাগের একভাগই পঁচে গিয়েছে। আর তা দেখে মাথায় হাত দিয়েছেন আমদানিকারক ব্যবসায়ীরা। আর যাদের পেঁয়াজ এখনও আটকে আছে তারা পূঁজি হারিয়ে পথে বস্তে চলেছেন।

আজ (শনিবার) দুপুরে চাপাইনবাবগঞ্জে পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখা যায়।

এ বিষয়ে খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, “তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়া সম্ভানা বেশি। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।”

এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর