মোদির জন্মদিনের উৎসবে বেলুনের গ্যাস বিস্ফোরণ, আহত ৩০

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করতে সমর্থকরা রাস্তায় নেমেছিল সামাজিক দুরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই। হিলিয়াম ভরা বেলুন আকাশে উড়িয়ে আনন্দ করতে গিয়ে বিপদে পড়েন একদন বিজেপি কর্মী। আগুনের সংস্পর্শে বেলুন বিস্ফোরণে আহত হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী নদেন্দ্র মোদীর জন্মদিন পালনের অনুষ্ঠানে তামিলনাড়ুর চেন্নাইয়ের আমবাত্তুর এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায়,হিলিয়াম ভরা বেলুন ও আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন একদল যুবক। কিন্তু আতশবাজি থেকে আচমকাই এক জনের হাতে ধরা বেলুনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় লোকজন।

এ ঘটনার পর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কিন্তু গোটা ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর