রাশিয়ায় ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে করোনার ওষুধ

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় রাশিয়ায় দুটি ওষুধকে ফার্মেসিতে বিক্রির অনুমদন দিয়েছে দেশটির সরকার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

জাপানের ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের তৈরি ওষুধ দুটি ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফলাফল দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

দেশটির গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, দুটি ওষুধের একটি Areplivir সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে। আরেকটির নাম Koronavir, এই ওষুধটিও একই দিন থেকে পাওয়া যাওয়ার কথা।

এভাবে ওষুধের অনুমোদন দেয়ার আগে রাশিয়া জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। করোনার টিকা পাওয়ার দৌড়ে তাদের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর