আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায়না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলন, ‘আওয়ামী লীগের কেমিস্ট্রি হচ্ছে আমি ছাড়া আর কেউ নেই। তারা যেকোনো মূল্যে একাই ক্ষমতায় থেকে রাষ্ট্রকে পরিচালনা করবে।’

আজ (শনিবার) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ) আয়োজিত ‘মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস’ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতিকে আবদ্ধ করে রাখার জন্য যেসব আইন করা দরকার, বর্তমান সরকার তা করেছে। উদ্দেশ্য একটাই, যেন ভিন্নমত কথা বলতে না পারে এবং তাদের অপকর্মগুলো জনগণের কাছে প্রকাশিত না হয়। বর্তমানে বাংলাদেশে যেটা চলছে আমার কাছে মনে হয়, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

মির্জা ফখরুল বলেন, ১৯৭২ সালে তারা যখন ক্ষমতায় এসেছিল, তখনো তারা বিভিন্ন গণবিরোধী আইন করার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করেছে। আমাদের সেই আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এরা মোটেও শক্তিশালী নয়। যারা দিনের ভোট রাতে করে মিথ্যার ওপর ভিত্তি করে টিকে থাকে, তারা কখনোই শক্তিশালী হতে পারে না।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর