বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জন্মদিন আজ

বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৯৩তম জন্মদিন আজ। ১৭২৭ সালের আজকের এই দিনে মুর্শিদাবাদে জায়েন উদ্দিন ও আমেনা বেগমের ঘরে জন্ম গ্রহন করেন তিনি।

মাত্র ২৩ বছর বয়সে বাংলার শাসনভার হাতে নিয়েছিলেন তিনি। আর তাকে বাংলার নবাবের দায়িত্ব দেন নানা নবাব আলীবর্দী খা। কিন্তু, ১৪ মাসের শাসনামলে ইতিহাসের কুখ্যাত চরিত্র মীরজাফর ও খালা ঘষেটি বেগমের বিশ্বাসঘাতকতায় সময়টা দীর্ঘ হয়নি। সিরাজুদ্দৌলা পরাজিত হন পলাশী যুদ্ধে।

নবাব সিরাজউদ্দৌলাকে ‘সফল নবাব’ অভিহিত করে, তার আদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান শিক্ষক-গবেষকরা। আর দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করার পরামর্শ নবাবের ৯ম বংশধর আলী আব্বাসউদ্দৌলার।

বাংলার শেষ স্বাধীন নবাবের ৯ম বংশধর নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলার বাস রাজধানী ঢাকায়। প্রতিবছর পারিবারিকভাবে পালন করেন নবাবের জন্মবার্ষিকী। আর তার আদর্শ অন্তরে ধারণ করে, নিজেকে তৈরি করছেন আব্বাসউদ্দৌলা।

নবাবের বীরত্বের অধ্যায় প্রজন্ম থেকে প্রজন্ম বহমান থাকবে, জন্মদিনে এমনটাই প্রত্যাশা সবার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর