কাশ্মীরে ৩ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ৩ বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয় এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অভিযান চালানো হয়। এসময় একটি এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়। বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন বলে দাবি করা হয়।

চলতি বছর এ পর্যন্ত শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর ৭টি অপারেশনে ১৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর