ভারতে আটকে থাকা পেঁয়াজ দেশে আসবে আজ

ভারতের বাংলাদেশ সীমান্তে আটকে থাকা পেঁয়াজ গত বুধবার বাংলাদেশে প্রবেশের কথা ছিল কিন্তু তখন অনুমতি মেলেনি। অবশেষে আটকে থাকা ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসবে আজ শনিবার।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও এ সিদ্ধান্তের আগে বাংলাদেশের স্থলবন্দরের উদ্দেশে রওনা হওয়া শত শত ট্রাকভর্তি পেঁয়াজ ছাড় করার অনুমতি দিয়েছে ভারত সরকার।

আজ শনিবার থেকে এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে। গত ৫দিন ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে ভারত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর