বিশ্বকাপে কোহলির ‘ট্রাম্প কার্ড’ দুজন

ভারতের ক্যাপ্টেন দুটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু এ বারের বিশ্বকাপেই যে কঠিনতম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সে ব্যাপারে নিশ্চিত বিরাট কোহালি। একই সঙ্গে দলের উদ্দেশে ভারত অধিনায়ক বলে রাখছেন, প্রথম বল থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিপক্ষের উপরে।

কোহালি আজ, বুধবার ইংল্যান্ডগামী বিমানে উঠেছেন । রওনা হওয়ার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোহালি বলে দিলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি, আমার খেলা বিশ্বকাপগুলোর মধ্যে সব চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এ বারেই। একে তো সব দলগুলোকে একে অন্যের সঙ্গে খেলতে হবে। পাশাপাশি প্রতিটা দলই খুব শক্তিশালী। আপনি যদি ২০১৫ সালের আফগানিস্তান আর এ বারের আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন, তা হলেই দেখবেন এ বারে ওদের দলটা কতটা শক্তিশালী।’

এর আগে ২০১১ এবং ২০১৫ সালে দু’টো বিশ্বকাপ খেললেও এ বারই প্রথম দলের নেতৃত্ব দেবেন কোহালি। তাঁর নেতৃত্ব ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তাঁর আগে কোহালি বলছেন, ‘বিশ্বকাপে চাপ সামলানোটাই আসল পরীক্ষা। পরিস্থিতির থেকেও চাপ সামলানোটা কঠিন হয়ে যায়।’

সদ্য সমাপ্ত ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে প্রতিটা ম্যাচেই তিনশোর ওপর রান উঠেছে। যা দেখে অনেকেই মনে করছেন, বিশ্বকাপেও তিনশো রান গড়পরতা স্কোর হবে।আর এমনটা বলার কারণ হচ্ছে কোহলির বোলাররা রান খরচ করবে না।

কোহালি পরিষ্কার বলে দিচ্ছেন, ভারতীয় বোলিং আক্রমণের প্রধান দুই অস্ত্র হতে চলেছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ এবং লেগস্পিনার যুজবেন্দ্র চহাল। ‘কুল-চা’ নিয়ে কোহালি বলেছেন, ‘কোথায় ভুল হচ্ছিল, কী করা দরকার, তা নিয়ে ভাবার সময় পেয়েছে কুলদীপ। বিশ্বকাপে ও আরও শক্তিশালী হয়ে নামবে। আমরা ওর আর চহালের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। ওরা আমাদের বোলিংয়ের দুই স্তম্ভ।’

বছর দুই আগে ভারতীয় ক্রিকেটের মঞ্চে উদয় হয়েছিল ‘কুল-চা’। তার পর থেকে ভারতকে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন এই দুই স্পিনার। ৪১ ওয়ান ডে ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন চহাল, ৪৪ ম্যাচে ৮৭টি উইকেট কুলদীপের।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর