টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের ক্লাবে বাবর

বর্তমান ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হচ্ছেন বাবর আজম। ব্যাট হাতে রীতিমতো বোলারদের শাসন করে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ এখন তিনি। এবার এশিয়ান ক্রিকেটারদের মধ্যেই অনন্য এক কীর্তি গড়লেন বাবর।

ইংলিশ ক্লাব সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলছেন বাবর। বুধবার গ্ল্যামারগনের বিপক্ষে রীতিমতো জ্বলে উঠলেন তিনি। তার উইলো থেকে আসে ৬২ বলে হার না মানা ১১৪ রানের বিধ্বংসী এক ইনিংস।

শুধু তাই নায় একই সাথে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৫ হাজার রানের ক্লাবে নিজের নাম লেখান এই ডানহাতি ব্যাটসম্যান। তার চেয়ে কম ইনিংসে এই ক্লাবে ঢুকতে পেরেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আর অস্ট্রেলিয়ার শন মার্শ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর