ক্রিকেটার ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

গতকাল (১৬ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুক। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এ ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আজ (১৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই ক্রিকেটার। এছাড়াও মোহামেডানের কাপ্তানের দায়িত্বে ছিলেন তিনি। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর