ফিফা র‍্যাংকিং: ব্রাজিল তিনে, আর্জেন্টিনা নয়ে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে। তালিকায় প্রথমে আছে বেলজিয়াম। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসে ইংল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে পর্তুগাল। ব্রাজিল আছে ৩ নাম্বারে ও আর্জেন্টিনার অবস্থান ৯-এ।

আজ (বৃহস্পতিবার) এই তালিকা প্রকাশ করেছে ফিফা।

প্রকাশিত তালিকায় দেখা যায়, শীর্ষ ৫ দলের তালিকায় নাম আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড এবং পর্তুগালের। এদের মাঝে একধাপ পিছিয়ে ৬ নাম্বারে অবস্থান করছে উরুগুয়ে।

তালিকায় ভারতের অবস্থান ১০৯ নম্বরে। আর বাংলাদেশ সেই ১৮৭তম স্থানেই রয়ে গেছে। স্পেন উঠে এসেছে সাত নাম্বারে। আট নাম্বারে আছে ক্রোয়েশিয়া। পাশাপাশি ১০-এ আছে কলম্বিয়া।

জানা গেছে, কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী ফুটবল স্থগিত হয়ে যাওয়ার সঙ্গে র‌্যাংকিংয়ে ঘোষণাও বন্ধ করে দিয়েছিল ফিফা। স্থবিরতা শেষে এ মাসের শুরুতেই ফেরে আন্তর্জাতিক ফুটবল

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর