শেরপুরে জেলা প্রশাসন’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুরে জেলা প্রশাসন’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মে মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, সংযমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে দেশের সার্বিক উন্নয়নে শরিক হতে হবে। সেই সাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ধনীদের পাশাপাশি গরিবদের সাথেও ভাগাভাগি করে নিতে হবে।

স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামে সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জে এন্ড এস গ্রুপ’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার), শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, সওজ’র নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, নালিতাবাড়ী পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, শেরপুর জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, শেরপুর জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোস, প্রেসক্লাব সভাপতি শরিফুল রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর