আভাস মিলেছে লঙ্কা সফরের

লঙ্কা সফরের আভাস মিলেছে। দ্বীপ দেশটিতে টাইগারদের সফরকে ঘিরে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। কোয়ারেন্টিন প্রশ্নে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এর আগে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরের শুরুতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মুশফিকদের। এতে কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাতদিন কোয়ারেন্টিনের পক্ষে ছিল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের জন্য এসএলসি একটি নতুন জৈব-সুরক্ষা পরিকল্পনা তৈরি করেছে। তাদের সেই পরিকল্পনা অনুযায়ী, সফরের অষ্টম দিন থেকে বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য প্রস্তুতির অনুমতি পাবে।

তবে লঙ্কাতে পা রাখার প্রথম সপ্তাহ হোটেলে আইসোলেশনে থাকবে রিয়াদ-মুশফিকরা। অবশেষে, বিসিবির চাওয়াই পূরণ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলংকার বিমান ধরার কথা। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর