কুয়েতের আদালতে বিচার শুরু হচ্ছে এমপি পাপুলের

মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের বিচারকার্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। পাপুল ছাড়াও এই মামলায় আরও ৯ জনের বিচার শুরু হবে এদিন।

কুয়েতের গণমাধ্যম জানায়, তাদের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার, ঘুষ দেয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কুয়েতের দুইজন সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি রয়েছেন।

এর আগে, গত ৬ জুন পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। ১৭ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয় তাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর