দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ সাইফ

ফের করোনা পজিটিভ বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় ছিলেন তিনি। দ্বিতীয় পরীক্ষাতেও করোনা ভাইরাস ধরা পড়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমন তথ্যই জানা গেছে।

গত সপ্তাহে ঢাকায় ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষায় সাইফের পাশাপাশি বিসিবির প্রধান ট্রেনার নিকোলাস লিরও করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু দুইদিন পর নিক লি দ্বিতীয় দফার পরীক্ষায় করনো মুক্ত হলেও সাইফ হাসানের শরীরে এখনও করোনার সংক্রমণ রয়েই গেছে।

জানা যায়, সাইফের পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ- ঠাণ্ডা ও জ্বর ছিল। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন তিনি। পরবর্তীতে সবার শেষে যোগ দিয়েছিলেন ব্যক্তিগত অনুশীলনে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর