সালমান খানকে আদালতে হাজিরের নির্দেশ

‘দাবাং’ সিনেমাখ্যাত বলিউড অভিনেতা সালমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের যোধপুর জেলা আদালত।

বহুল আলোচিত যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এই রায় দেওয়া হয়।

শুনানিতে সালমানের হাজির হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেখানে যাননি সালমান। তিনি না থাকায় শুনানি স্থগিত করেন বিচারক রাঘবেন্দ্র কচ্চবাহ। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেদিন এই অভিনেতাকে আদালতে উপস্থিত থাকতে হবে।

সালমানের আইনজীবী হস্তিমল সারশ্বত সংবাদমাধ্যমে বলেন, ‘করোনাকালে সালমান খান নিজে হাজিরা দিতে চান না বলে আমরা আদালতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু মাননীয় আদালত তার উপস্থিতি আবশ্যিক বলে জানিয়েছেন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর