জরিমানা গুনছে বার্সেলোনা!

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচটি আয়োজনে অনিয়মের কারণে উয়েফার কাছ থেকে জরিমানা গুনেছে।

উয়েফার সংবিধানে শাস্তিমূলক প্রবিধানের অনুচ্ছেদ ১১ (১) মোতাবেক এটিকে দেখা হয়েছে অপর্যাপ্ত ব্যবস্থাপনা হিসেবে। ফলে ২০০০০ ইউরো জরিমানার মুখে পড়েছে কাতালান দলটি। এদিকে জুভেন্তাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বিপক্ষে ম্যাচে দর্শকদের মাঠে বোতল ছোড়া ও অন্য অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে আয়াক্স ৫২৫০০ ইউরো জরিমানা গুনেছে।

ম্যাচে কোচ ও ক্লাবের কর্তাব্যক্তিদের অন্যায় আচরণের কারণে জরিমানা গুনেছে টটেনহ্যাম হটস্পারও। আয়াক্সের বিপক্ষে সেমিফাইনালে এই নিয়মভঙ্গের প্রেক্ষিতে ইংলিশ দলটি ১০০০০ ইউরো জরিমানা গুনেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর