প্লেন থেকেই নামিয়ে দিয়েছে এই তারকা ব্যাটসম্যানকে!

প্লেনে উঠে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল স্ল্যাটার। দুই নারী বন্ধুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে এক পর্যায়ে জন্ম দিয়েছিলেন গোলমেলে পরিস্থিতির। প্লেনের পরিবেশ নষ্ট করায় তাকে প্লেন থেকেই নামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ!

এমন ঘটনাটি ঘটেছে রবিবার। কান্টাস ফ্লাইটে করে সিডনি থেকে ওয়াগা ওয়াগায় যাচ্ছিলেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো দু’জনের সঙ্গে তর্কে জড়িয়ে উত্তেজক পরিস্থিতির জন্ম দিয়েছিলেন। পরিবেশ নষ্ট হওয়ায় উপায় না দেখে তাকে প্লেন থেকে নেমে যেতে বলে কান্টাস এয়ারলাইনের নিরাপত্তা রক্ষীরা।

পরিস্থিতি নাকি আরও জটিল করে ফেলেছিলেন স্ল্যাটার। ডেইলি মেইলের দাবি, যখন তাকে নেমে যেতে বলা হয় তখন নাকি প্লেনের টয়লেটে নিজেকে আবদ্ধ রেখেছিলেন! যদিও স্ল্যাটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এমন কিছু নাকি হয়নি!

স্ল্যাটার অবশ্য পরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফ্লাইটে যাত্রীদের মাঝে অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো এর জন্য ক্ষমা চাইছি।’

১৯৯৩ থেকে ২০০১ সালে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন স্ল্যাটার। খেলোয়াড়ী জীবন ছাড়লেও এখন অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্কের হাইপ্রোফাইল ধারাভাষ্যকার। তিনি এই বিশ্বকাপেরও ধারাভাষ্যকার প্যানেলের একজন সদস্য!

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর